খাবারের সন্ধানে চট্টগ্রামের হাটহাজারীর লোকালয়ে গুইসাপ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২০ , ৭:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : খাবারের সন্ধানে চট্টগ্রামের হাটহাজারীর জনমানবশূন্য এলাকায় বিশাল আকৃতির একটি গুইসাপ পাওয়া গেছে। গুইসাপটির দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট এবং ওজন ১৫ কেজি।
সোমবার সকালে হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড শায়েস্তাখাঁপাড়ার একটি পুকুরে এ গুইসাপের দেখা মেলে।
ফরেস্ট অফিসসূত্রে জানা যায়, পরিবেশবান্ধব প্রাণী হিসেবে গুইসাপের ভূমিকা কম নয়। পচাগলাসহ বিভিন্ন প্রাণীদেহ ও উচ্ছিষ্ট খেয়ে এরা সাবাড় করে। এ ছাড়া ক্ষেতের ইঁদুর ও বিষধর সাপ শিকারেও এরা বেশ পটু। তবে খাবার না পেয়ে অভয়ারণ্য ছেড়ে এরা লোকালয়ে নেমে আসছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গুইসাপটি এক মাছ শিকারির জালে আটকা পড়ে। এ সময় মাছ শিকারিরা গুইসাপটি ধরে পুকুর থেকে ডাঙ্গায় নিয়ে আসেন। সাপটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনকে অবহিত করা হয়।
ইউএনও রুহুল আমিন বিষয়টি ফরেস্ট বিভাগের কর্তাদের জানালে তারা গুইসাপটি উদ্ধার করে তাদের অফিসে নিয়ে যান।
হাটহাজারীর ১১ মাইল ফরেস্ট বিটের স্টেশন অফিসার সুমেন বড়ুয়া জানান, খাবারের সন্ধানে সাপটি অভয়ারণ্য ছেড়ে লোকালয়ে নেমে আসতে পারে। দৈর্ঘ্যে প্রায় ৫ ফুট এবং ১৫ কেজি ওজনের গুইসাপটি আমাদের বন বিভাগের কর্তারা ফরেস্ট অফিসের পশ্চিমে পাহাড়ি গভীর অরণ্যে অবমুক্ত করে।