পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১, ২০২০ , ৯:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
কুষ্টিয়া (কুমারখালী) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেহেদ (৫৫) ও গোকুল আলী (৬০)। এরা সম্পর্কে আপন দুই ভাই।পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে পাহাড়পুর গ্রামের ঈদগাহ মাঠে ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পে মীমাংসার জন্য শালিস বৈঠক বসে। শালিস শেষে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রাজ্জাক সমর্থিতরা প্রতিপক্ষ ইউপি সদস্য ফিরোজুর রহমান কটার অফিসের সামনে গিয়ে গালমন্দ করে। এ সময় উভয়ের মধ্যে আবারও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পাহাড়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে নেহাদ আলী ও গোকুল আলী দুই ভাই বাগবাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের ভুট্ট, তরুন, শিশির, শাজাহানসহ ১০-১২ জন তাদের ওপর হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পাহাড়পুরে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।