আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন অনুদান চেয়ে সমালোচনায় কারিনা কাপুর

অনুদান চেয়ে সমালোচনায় কারিনা কাপুর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২, ২০২০ , ৫:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মোকাবিলা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সমালোচনায় পড়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সামাজিক যোগাযোগ ফেসবুকে তারা লিখেন, ‘করোনাভাইরাসের মোকাবিলা করতে প্রত্যেকে এগিয়ে আসুন। গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই মহামারিকে প্রতিরোধ করতে হবে। তার জন্য প্রয়োজন প্রত্যেকের সহযোগিতা। পাশাপাশি ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি-র মতো সংস্থায় অনুদান দিন। যাতে করোনাভাইরাসের হাত থেকে রক্ষা করা যায় গোটা পৃথিবীকে। এদিকে সাইফ ও কারিনার পোস্টে ইউনিসেফ, গিভ ইন্ডিয়া এবং আইএএইচভি-তে অনুদান দেওয়ার আহ্বান দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড় শোরগোল শুরু হয়েছে। অনেকেই সমালোচনা করে বলেন, সাইফ-কারিনা কেন এই তিন সংস্থায় অনুদানের কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কথা কীভাবে তারা ভুলে গেল। কেউ কেউ আরও একধাপ এগিয়ে প্রশ্ন তুলেছেন তবে কি সাইফ-কারিনা প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিতে নিরুৎসাহিত করছেন। আবার কেউ বলছেন, তারা এই তিনটি প্রতিষ্ঠানের হয়ে প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যম ফলাও করে প্রচার করে, সাইফ-কারিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলের বিষয়টি কৌশলে এড়িয়ে যেতে চাইছেন। অথবা নিজেরাও এ তহবিলে দান করতে প্রস্তুত নন। যদিও এ বিষয়টি নিয়ে এখনো কোনো জবাব দেননি এ তারকা জুটি। এদিকে ভারতজুড়ে চলছে ২১ দিনের কারফিউ। ভারত সরকার সবাইকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ করেছেন। এই মহামারি ঠেকাতে ইতোমধ্যে ত্রাণ তহবিলও ঘোষণা করেছে ভারতীয় সরকার। এতে আলিয়া, কার্তিক, সালমান, অক্ষয়সহ বেশ কয়েকজন বলিউড তারকা দান করলেও এখনও চুপ রয়েছেন নবাব ও নবাবপত্নী।