আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সুনামগঞ্জে লন্ডনীকন্যা পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার ৩

সুনামগঞ্জে লন্ডনীকন্যা পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার ৩


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৬, ২০২০ , ১০:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : লন্ডনীকন্যা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করে সুনামগঞ্জের জগন্নাথপুরের এক যুবকের নিকট থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ ভুয়া লন্ডনীকন্যাসহ প্রতারক চক্রের সঙ্গে জড়িত তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে শিউলী বেগম, দিলসানা বেগম ও ইয়াছমিন বেগম। থানার দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের আশরাফুল রহমানের সঙ্গে পরিচয় হয় সিলেটের ওসমানীনগর থানার করমসী গ্রামের রহিম উল্লাহর। পরিচয়ের সূত্রধরে গত ফেব্রুয়ারি মাসে আশরাফুলের সঙ্গে সিলেট নগরীর উপ শহর এলাকায় একটি বাসায় লণ্ডনী পাত্রী হিসেবে শিউলী বেগম দেখান রহিম উল্লাহ। ওই সময় শিউলী বেগম তার গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার জিলপাইয়ে। শিউলী নিজেকে লন্ডনী কন্যা পরিচয় দেয়। এই সময় সে মামা মামী, ফুফা ফুফু আর বোনদের পরিচয় করিয়ে দেয়। এক পর্য়ায়ে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করে লন্ডন নিয়ে যাবে বলে জানায়। এতে আশরাফুল রাজি হয়ে গত ১০ ফেব্রুয়ারি সিলেটে একটি হোটেল নগদ ৫ লাখ টাকার কাবিন ও ৭ ভরি স্বনালংকার দিয়ে শিউলী বিয়ে করে গ্রামের বাড়ি নিয়ে আসে আশরাফুল। বিয়ের কয়েকদিন যেতে না যেতে শিউলী শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া বিবাদ করে তার বাবার বাড়ি চলে যায়। কয়েকদিন পর শিউলী আশরাফুল কে মুঠোফোনে জানায় সে লন্ডন চলে যাচ্ছে। তাদের সম্পর্ক এখানেই শেষ। এ ঘটনার কিছুদিন পর আশরাফুল রহমান জানতে পারেন শিউলী বেগম লন্ডন নেওয়ার কথা বলে সম্প্রতি জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কামরুল ইসলামেকে বিয়ে করেছে। এরপর আশরাফুল জগন্নাথপুর খানায় অভিযোগ দিলে পুলিশ ৪ এপ্রিল রাতে কামরুল ইসলামের বাড়ি থেকে ভুয়া লন্ডনীকন্যা শিউলী বেগমসহ তার অপর দুই বোনকে গ্রেপ্তার করে। মামলার বাদী আশরাফুল রহমান জালান, আমাকে ফাঁসিয়ে বিয়ের কাবিলার মাধ্যমে নগদ ৫ লাখ টাকা সাত ভরি সোনা নিয়ে কৌশলে পালিয়ে যায় শিউলী বেগম। আমি জানতে পারি আমার মতো আরেকটা ছেলেটে প্রলোভন দেখিয়ে বিয়ের নামে প্রচারিত করা হচ্ছে। বিষয়টি থানায় লিখিতভাবে জানাই। জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্ররচারনা চক্রের ভুয়া লন্ডনীকন্যাসহ গ্রেপ্তারকৃত তিনজনক সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।