আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আতঙ্কে অপু বিশ্বাস

আতঙ্কে অপু বিশ্বাস


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২০ , ৬:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  করোনা সংক্রমণ থেকে বাঁচতে দীর্ঘদিন ধরেই গৃহবন্দি হয়ে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অপু বলেন, ‘ভয়াবহ আতঙ্কে আছি। কারণ এই রোগ পৃথিবীজুড়ে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই রোগ কারও হলে তার কাছে আপনজন যেতে পারছে না, মৃতু্য হলে জানাজা, দাফনে মানুষ অংশ নিতে পারছে না। এমন দুর্যোগ আগে দেখিনি, শুনিওনি। প্রতিদিনই দেশে দেশে রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সংকটের এই সময়ে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন অপু। কর্মজীবী অসহায় মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ডগস্নাভস ও পাঁচ দিনের খাবার বিতরণ করেছেন তিনি। এছাড়া বিত্তশালীদের তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধও করেন এই তারকা। এছাড়া অসহায় এক স্ট্যান্টম্যানের পাশে দাঁড়ান তিনি। করোনাভাইরাস নিয়ে সচেতনতা প্রসঙ্গে এই নায়িকা বলেন, ‘করোনার মূল ওষুধ ঘরে অবস্থান করা। দীর্ঘদিন ধরে ঘরেই থাকছি। আমার পরিবারের সদস্যদেরও নিরাপদে রাখার চেষ্টা করছি। এখনো যারা নিয়ম মানছেন না, তাদের বলি, আমাদের মতো দেশে এই রোগের বিস্তার বাড়লে মানুষকে বাঁচানো যাবে না। তাই নিয়ম মেনে ঘরে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন, দেশকেও। বিশিষ্ট চিত্রপরিচালক আমজাদ হোসেনের ‘কাল সকালে’ (২০০৪) ছবির মাধ্যমে চিত্রজগতে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০০৫ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে ছিলেন। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দেওয়া অপু বিশ্বাস দীর্ঘ বিরতির পর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিতে বাপ্পী চৌধুরীর সঙ্গে নতুন করে পর্দায় ফিরছেন। ছবিটি গত মার্চে মুক্তির কথা থাকলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে গেছে।