কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্রণী ব্যাংকে উপচেপড়া ভিড়
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২০ , ৭:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
কিশোরগঞ্জ (পাকুন্দিয়া ) প্রতিনিধি : কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশে চলছে সাধারণ ছুটি। সীমিত আকারে খোলা থাকছে ব্যাংকগুলো। এ সীমিত সময়ে ব্যাংকিং সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদের। এদিকে নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংক খোলা থাকায় কোন রকম দূরত্ব বজায় রাখা ব্যতিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অগ্রণী ব্যাংকে গ্রাহকদের উপচেপড়া ভীড় দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারিভাবে বারবার বলা হলেও তা উপেক্ষিত হচ্ছে ব্যাংকটির এ শাখায়। এতে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি বাড়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার পৌনে এগারটার দিকে পৌরসদর বাজারের থানা সংলগ্ন অগ্রণী ব্যাংকের সামনে গিয়ে দেখা গেছে, দুতলায় অবস্থিত ব্যাংকটির সিঁড়ি বেয়ে নিচতলা হয়ে সড়ক পর্যন্ত গ্রাহকদের ভীড়। নেই কোন সামাজিক দূরত্ব। একজন আরেকজনের হা ঘেষে ভেতরে ঢুকার চেষ্টা। গাদাগাদি একটা অবস্থা। কয়েকজনের মুখে মাস্ক থাকলেও বেশ কয়েকজন রয়েছেন ছাড়া। এভাবে লোকজনের জড়োতে সামাজিক দূরত্ব কতটুকু নিশ্চিত হবে কিংবা করোনা ভাইরাস সংক্রমণ কতোটা প্রতিরোধ করবে তা ভাবনার বিষয়। তবে অনেকে বলছেন এক্ষেত্রে ব্যাংকটির উদাসীনতার কথা। ভেতরের পরিবেশ কেমন তা দেখা না গেলেও বাইরের পরিবেশ প্রশ্নের জন্ম দিচ্ছে। অনেকে এও বলছেন যে, প্রশাসন অন্য জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিতে ভূমিকা রাখলেও এক্ষেত্রে তার উল্টো চিত্র।