আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায়ও সানির উত্তাপ

করোনায়ও সানির উত্তাপ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২০ , ৫:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের জেরে বিশ্বজুড়ে অচলাবস্থার খড়্‌গ নেমেছে চলচ্চিত্রাঙ্গনেও। বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রী ঘরবন্দি জীবন পার করছেন। কেউ কেউ অবসর সময়ে টিকটকে ভিডিও বানিয়ে দর্শক-ভক্তদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন, কেউবা পুরনো ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে উত্তাপ ছড়াচ্ছেন। এর মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী সানি লিওন। ভারতের অন্যতম আবেদনময়ী এ তারকা ক্ষণে ক্ষণে বেশ কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠাচ্ছেন। সানির ছাইরঙা চোখের সাজে আর বিকিনির ভাঁজে ভাঁজে ভেজা শরীরের স্থিরচিত্রগুলো যেন মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। সঙ্গে কানে দুল, হাতে ব্রেসলেট এবং পায়ের হিল জুতো সানি লিওন করেছে আবেদনময়ী এক আবক্ষ মূর্তি! ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করে সানি লিওন লেখেন, ‘রোববার। দিনটি কিছু না করার জন্য। ওহ অপেক্ষা করুন, এটি এখন প্রতিদিনের!’ এমন উত্তাপ ছড়ানো ছবিগুলো দেখার সাথে সাথেই মন্তব্যের ঘরগুলো ভরে উঠেছিল ভক্তদের ভালোবাসায়। নীল ছবির জগৎ ছেড়ে পাকাপাকি বলিউডে আসীন এ তারকা। বারবার জ্বলে ওঠার চেষ্টা করেছেন তিনি। কখনো ‘রাগিনি এমমএস’ দিয়ে আবার কখনো বা ‘বেবি ডল’ দিয়ে। যদিও ভারতীয়রা তার অভিনয়ের চেয়ে শারীরিক অঙ্গভঙ্গিই লুফে নিয়েছেন। সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গিয়েছে গত বছরের ১৫ নভেম্বর মুক্তি পাওয়া নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আথিয়া শেঠি অভিনীত ‘মতিচুর চকনাচুর’ ছবিতে। এ ছবির ‘বাতিয়ান বুজাদো’ গানে নেচে পুরো বলিউড মাতিয়েছিলেন। হাতে আছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওর কাজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সেসব কাজ শুরু করবেন বলেও জানা গেছে।