আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সেলিনা জেটলির প্রত্যাবর্তন

সেলিনা জেটলির প্রত্যাবর্তন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলির অভিনয়ের ক্যারিয়ার যদিও বলিউডে, তবুও কলকাতা এবং ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। বাঙালির সেই প্রিয় পরিচালকের প্রতি শ্রদ্ধার্ঘ, রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘সিজনস গ্রিটিংস’-দিয়েই আবার পর্দায় ফিরলেন এক সময়ের দাপুটে মডেল-অভিনেত্রী সেলিনা। লকডাউনে ঘরে বসেই দেখতে পাবেন দর্শক এই ছবি জিফাইভ অ্যাপে। গতকাল ১৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে এই ছবির স্ট্রিমিং। তার আগের দিন পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মা ও মেয়ের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে সেলিনা জেটলির মায়ের ভূমিকায় রয়েছেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ও এদেশে ইংলিশ থিয়েটারের অন্যতম পুরোধা লিলেট দুবে। আর এই ছবি দিয়েই অভিনয় জীবনের সূচনা করতে চলেছেন আজহার খান ও শ্রী ঘটক। রাম কমল মুখোপাধ্যায়ের এই ছবি ঋতুপর্ণ ঘোষের প্রতি একটি শ্রদ্ধার্ঘ এবং ছবির পুরো শুটিংটাই হয়েছে কলকাতায়। বিয়ের পরে দেশ ছেড়েছেন সেলিনা, তিনি এখন ৩ সন্তনের মা। সম্পূর্ণ ভিন্ন একটি জীবনযাত্রা থেকে তার পর্দায় প্রত্যাবর্তন ঘটল এমন একটি ছবিতে যার পরতে পরতে লেগে রয়েছে তার প্রিয় শহর কলকাতা। সেলিনা বলেন, ‘জিফাইভ ও রাম কমল মুখোপাধ্যায়কে ধন্যবাদ এমন একটি অসাধারণ ছবি উপহার দেওয়ার জন্য। রাম কমল যেভাবে গল্প বলেন পর্দায়, তার উপর আমার সম্পূর্ণ ভরসা ছিলই। আমাদের সকলের কাছেই এই ছবিটা খুব স্পেশাল। আমি নিশ্চিত ঋতুদা যেখানেই থাকুন, আমাদের এই শ্রদ্ধার্ঘ দেখে খুশিই হবেন। এই ছবি মুক্তির আগে নানা ধরনের প্রচার পরিকল্পনা ছিল প্রযোজকদের। কিন্তু হঠাৎ এই করোনা বিপর্যয়ে কোনও পরিকল্পনাই আর কার্যকর হলো না। শুধু তাই নয়, ছবি মুক্তির ঠিক আগে মুম্বাইতে একটি বড়সড় প্রিমিয়ার ইভেন্টেরও পরিকল্পনা ছিল প্রযোজকদের। অ্যাসরটেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অরিত্র দাস ও শৈলেন্দ্র কুমার এই ছবির যুগ্ম প্রযোজক। লকডাউনের মধ্যেও এই ছবি মানুষের কাছে পৌঁছে দিতে পেরে অত্যন্ত খুশি প্রযোজকরা। এর জন্য স্ট্রিমিং পস্নাটফর্ম জিফাইভকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন তারা। সেলিনা এই ছবিতে শুধু যে অভিনয় জীবনে ফিরেছেন তা নয়, তার পুরনো শহর ও ফেলে আসা সময়ের কাছেও ফিরেছেন। আর সম্পর্কের কাছে ফিরে আসার সেই বার্তাই রয়েছে ‘সিজনস গ্রিটিংস’-এ।