আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখেন নেহা

বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখেন নেহা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৩:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মডেলও অভিনেত্রী নীহারিকা হায়দার নেহা। নেহা নামেই তাকে সবাই চেনে। নাটক, টেলিফিল্ম ও মডেলিং করছেন নিয়মিত। ছোট পর্দার পরিচিত এই মুখ এখন বড় পর্দায় অভিনয় করবেন। প্রতিশোধের আগুন সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। চ্যানেল আই’তে প্রচাারিত টেলিফিল্ম ছবির প্রতিচ্ছবি তে তৃনা চরিত্রে অভিনয় করার মাধ্যমেই তিনি বেশ পরিচিতি লাভ করেন। নেহা জানান, অভিনয় শুরু সেই ছোটবেলা থেকেই। নতুন কুড়ি’র শিশুশিল্পী হিসেবে নাচ করতেন। পেয়েছিলেন পুরস্কারও। ক্যামেরার সামনে কাজ শুরু করেছেন ২০১৪ সালে; ফয়েজ আহমেদ রেজা’র ‘আগস্থত ভবান’ টেলিফিল্মের মাধ্যমে। এটি প্রচারিত হয়েছিল মাই টিভিতে। জাবির রাসেলের বিড়ম্বনা, শাহজাদা মামুনের শুকনো পাতার নুপূর ছাড়াও নতুন ৫টি খন্ড নাটকে অভিনয় করেছেন নেহা। বর্তমানে তিনি প্রতিশোধের আগুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বড় পর্দায় অভিনয় করার অনুভূতি জানতে চাইলে নেহা বলেন, বড় পর্দায় অভিনয় করার অনুভূতি একটু অন্য রকমেরই, কাজের ধাঁচ আলাদা, ফ্রেম আলাদা, সহকর্মীরাও অপরিচিত, সব মিলিয়ে সিনে জগতের সার্বিক পরিবেশটাই ভিন্ন। আমি অনেক বড় একজন অভিনেত্রী হতে চাই। বলিউডে অভিনয় করার স্বপ্ন দেখি। আমার স্বপ্নের রাজকুমার শাহরুখ খানের জন্য।