আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করানার কারণে কনসার্ট বাতিল করলেন টেইলর সুইফট

করানার কারণে কনসার্ট বাতিল করলেন টেইলর সুইফট


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৭:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিভিন্ন সংগঠন এ বছর তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সে ধারাবাহিকতায় বছরের অর্ধেক না পেরোতেই নিজের সব কনসার্ট বাতিল করলেন পপতারকা টেইলর সুইফট। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন এই সংগীত তারকা এক টুইট বার্তায় জানিয়েছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ বছর সব লাইভ কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  টুইটারে টেইলর সুইফট আরও লিখেছেন, আমি খুবই দুঃখিত, এ বছর আর আপনাদের সঙ্গে কোনো স্টেজে দেখা হচ্ছে না। তবে আমি জানি, এটাই সঠিক সিদ্ধান্ত। দয়া করে নিজের স্বাস্থ্য ঠিক রাখুন ও নিরাপদ থাকুন। যত দ্রুত সম্ভব আপনাদের সঙ্গে স্টেজে দেখা হবে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোয়ারেন্টাইনের নিয়মগুলো পালন করা, যা আমাদের সবার জন্যই মঙ্গল। গত বছরই টেইলর সুইফটের দিন-তারিখ চূড়ান্ত করা হয়েছিল। এমনকি বেশকিছু কনসার্টের টিকিটও বিক্রি হয়ে গেছে। তাই টেইলর সুইফট জানিয়েছেন, ইতোমধ্যে কনসার্টের জন্য যারা টিকিট সংগ্রহ করেছেন, তাদের দেওয়া হবে নতুন টিকিট। আগামী ১ মে থেকে যুক্তরাষ্ট্রের কনসার্টগুলোর জন্য রিফান্ড প্রক্রিয়াও চালু করা হবে।