আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন দুই গানে কোটিপতি সংগীত পরিচালক ‘অনিম খান’

দুই গানে কোটিপতি সংগীত পরিচালক ‘অনিম খান’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৬:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনেরে শেষে ডেস্ক : এই সময়ের একজন সুপরিচিত সংগীত পরিচালক অনিম খান। ক্যারিয়ারের শুরুতে গান লিখলেও মিউজিকে যেনো তার বেশি মন টানে। তার সংগীত পরিচালনায় গেয়েছেন পরিচিত প্রায় শিল্পীরা। এরই মধ্যে তার সংগীতে দুটি গান ইউটিউবে কোটি ভিউয়ার্স হয়েছে। ‘তুই বন্ধু মানুষ ভালা না ‘ ও স্বার্থ শিরোনামের গান দুটি কোটি দর্শক দেখেছেন। আয়েশা ইরা এর গাওয়া, আব্দুল্লাহ আল মাসুক এর কথা, ও এন এ জিমন রেহান এর সুরে ‘তুই তো বন্ধু মানুষ ভালা না’ গানটির সংগীত পরিচালনা করেন অনিম খান৷ যেটির ইউটিউব ভিউ দেড় কোটি ছাড়িয়েছে৷ অন্যদিকে এন এ জিমন রেহান এর সুর ও কন্ঠে, আবদুল্লাহ আল মাসুক এর কথায় ‘স্বার্থ’ গানটিরও সংগীত পরিচালনা করেছেন তিনি৷ যার ইউটিউবে ভিউ ইতিমধ্যে ১ কোটি ছাড়িয়েছে। ইউটিউব ছাড়াও টিকটক ও লাইকে গান দুটি ব্যপকভাবে ভাইরাল হয়৷ তিনি বেশ কিছু বাংলা নাটকেও সংগীত পরিচালনা করেছেন। ‘টু মাচ লাভ’ সহ আরো কিছু নাটক আবহ সংগীতও করেছেন। এছাড়াও তার সংগীত পরিচালনায় কন্ঠ দিয়েছেন এফ এ সুমন ,কাজী শুভ, শহীদ, শাওন , ইমন খান, অরিন , ফারাবি , নদী, ঐশী , ওসমান সজীব , রাশেদ , টুটুল সহ বেশ গুনি ও পরিচিত মুখ। নতুন আরো কাজ করেছেন এই সংগীত পরিচালক৷ তবে ‘তুই বন্ধু মানুষ ভালা না ও স্বার্থ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷ তিনি সামনে আরো ভালো ভালো গান শ্রোতাবন্ধুদের উপহার দিতে চান বলে জানিয়েছেন৷