আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাদুল্লাপুরে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদে ভাঙচুর : থানায় অভিযোগ

সাদুল্লাপুরে ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদে ভাঙচুর : থানায় অভিযোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২০ , ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


গাইবান্ধার (সাদুল্লাপুর) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে খাদ্য সহায়তার দাবিতে ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে হামলার ঘটনা ঘটে। এই সময় দুটি মোটরসাইকেলে ভাঙচুর এবং চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবকে লাঞ্ছিতের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরিষদের সচিব সেলিম আকতার থানায় লিখিত অভিযোগ করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর থানায় পরিষদের সচিব সেলিম আকতার বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। এতে প্রতিপক্ষ কাহার আহম্মেদ শাহীন তার ভাই আবদুল বাতেনসহ প্রায় ৫০ জনের নাম উল্লেখ করা হয়। ওই দিন দুপুরেই ফরিদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ কাহার আহম্মেদ শাহীন মুঠফোনে বলেন, ‘ত্রাণের দাবিতে পরিষদ ঘেরাও ও ভাঙচুরের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। নিজেদের অনিয়ম-অপকর্ম ঢাকতেই হয়তো চেয়ারম্যান ও সচিব এমন মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।’ এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব সেলিম আকতার বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিষদ চত্বরে দরিদ্র-অসহায় দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ করে সুজেল ও মোনাজ্জলসহ শতাধিকের বেশি নারী-পুরুষ পরিষদ ঘেরাও করে। পরে পরিষদের ভেতরে ঢুকে গালিগালাজ করে। তারা আমাদের লাঞ্ছিত করে। আত্মরক্ষার্থে অফিস রুমে অবস্থান নিলেও দরজা-জানালা ও ভেন্টিলেটর ভাঙচুর করে। এছাড়া অফিসের সামনে থাকা দুটি মোটরসাইকেলেও ভাঙচুর চালায়।’ ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিরব বলেন, ‘সরকারি বরাদ্দের সাত মেট্রিক টন চাল ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে বিতরণ চলছে। ইতোমধ্যে বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও দরিদ্র পরিবারগুলো ত্রাণ সহায়তা পাবে। কিন্তু খাদ্য সংকটের অজুহাতে নির্বাচনের প্রতিপক্ষ প্রার্থী কাহার আহম্মেদ শাহিন ও তার ভাই আবদুল বাতেন ইন্ধন দিয়েই এই হামলা চালায়। হামলায় অভিযুক্তরা চুরি ও মাদকসহ নানা অপকর্মে জড়িত। লাঠি হাতে সংঘবদ্ধভাবে তারা গ্রাম পুলিশকে ধাওয়া করে। এছাড়া ত্রাণের চাল লুটপাটেরও চেষ্টা চালায়।’ ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এই ঘটনায় পরিষদের সচিব অর্ধশতাধিক ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও শতাধিক আসামি করে থানায় লিখিত এজহার দিয়েছেন। হামলার সঙ্গে জড়িদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া হামলার ঘটনায় কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হবে। এদিকে হামলার ঘটনায় এলাকার দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ বন্ধ রয়েছে। তবে তালিকাভুক্তদের মাঝে দ্রুতই চাল বিতরণের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যরা।