আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন কাঠবিড়ালী !

কাঠবিড়ালী !


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৩, ২০২০ , ৩:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এর আগে ওয়েব সিরিজ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছিলো জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। এবার প্লাটফর্মটিতে প্রথমবারের মতো স্ট্রিমিং হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠবিড়ালী’। গত বছরের ২৭শে ডিসেম্বর মুক্তির পর দেশের দর্শকের কাছে প্রশংসিত হয় নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’। এবার ছবিটি উন্মুক্ত হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের অনলাইন প্লাটফর্ম হইচইতে। ২৪শে এপ্রিল যে কোনো সময় হইচইতে মুক্তি দেয়া হবে ‘কাঠবিড়ালী’। প্রায় ১১ মাস বাংলাদেশে চালু হয়েছে হইচই। সেখানে বাংলাদেশের একাধিক ওয়েব সিরিজ পাওয়া গেছে। তবে ‘কাঠবিড়ালী’ দিয়ে সেখানে প্রথম কোনো চলচ্চিত্র উন্মুক্ত হতে যাচ্ছে। পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, আগেই চুক্তি করা ছিল হল রিলিজের তিনমাস পর অনলাইনে প্রিমিয়ার হবে।সেভাবেই আসছে। সবচেয়ে আনন্দের হচ্ছে বাংলাদেশি প্রথম সিনেমা হিসেবে হইচই তে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালী’। দেশের অবস্থা ভালো হলে আসন্ন রোজার ঈদে কাঠবিড়ালী টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে। তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায় প্রমুখ।