অধ্যাপক আনিসুজ্জামান হাসপাতালে ভর্তি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে হার্টের সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান গণমাধ্যমকে জানান, বাবাকে কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে এপ্রিলের শুরুতে একবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখন আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন বাবার হার্টে সমস্যা রয়েছে। তবে এখন শঙ্কামুক্ত আছেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। যার কারণে অতটা স্বস্তিদায়কও নয়। সবাই উনার জন্য দোয়া করবেন।