আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাবুগঞ্জে ত্রাণের চালে ওজন কম : ক্ষমা চাইলেন চেয়ারম্যান

বাবুগঞ্জে ত্রাণের চালে ওজন কম : ক্ষমা চাইলেন চেয়ারম্যান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল (বাবুগঞ্জ) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ত্রাণের চালে ওজনে কম দেওয়ার বিষয়টি গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহামুদ। সোমবার (২৭ এপ্রিল) বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে সরোয়ার মাহামুদ ক্ষমা চান বলে নিশ্চিত করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ আলী। করোনা বিপর্যয়ে বাংলাদেশ সরকারের খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার রহমতপুর ইউনিয়নের অসহায় কর্মহীন পরিবারের মাঝে ৬.৭৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। যা ওই ইউনিয়নের ৬৭৫ জন অসহায় কর্মহীন পরিবারের মাঝে আগামী কয়েকদিনে বিতরণের কথা রয়েছে। চালগুলো সোমবার দিনভর রহমতপুর ইউনিয়ন পরিষদ কক্ষে প্যাকেট করা হচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, প্যাকেটে ১০ কেজি চাল থাকার কথা থাকলে সাড়ে ৯ কেজি প্যাকেট করেন সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। এলাকাবাসীর পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার পর এনএসআই’র ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ আলী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গিয়ে প্যাকেটজাত চালের বস্তা নতুন করে পরিমাপ করে অভিযোগের সত্যতা পান। এসময় ওজনে চাল কম দেওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা দুঃখ প্রকাশ করে সকলের সামনে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন। এনএসআই’র ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তারা। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে জানিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন, আমি চেয়ারম্যানরে সঙ্গে কথা বলছি। তিনি জানিয়েছেন, আনুমানিক হারে প্যাকেট করায় কিছু কম হয়েছে। পরবর্তীতে বিতরণের সময় পরিমাপ করে ১০ কেজি হারে বিতরণ করবো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহামুদ বলেন, বস্তায় কিছুটা ঘাটতি থাকায় পরিমাপে কিছু কম দেওয়া হয়েছিলো। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সঠিক পরিমাপে প্যাকেট করা হয়েছে।