আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মাঠে থুতু ফেললে শাস্তি পেতে হবে ফুটবলারদের

মাঠে থুতু ফেললে শাস্তি পেতে হবে ফুটবলারদের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২০ , ৮:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত আছে বিভিন্ন দেশের ঘরোয়া ফুটবল লিগ। তবে বিশ্বব্যাপী পরিস্থিতি স্বাভাবিক হলে ফের মাঠে গড়াবে ফুটবল লিগগুলো। কিন্তু কিছু বিষয় হয়তো আগের মতো থাকবে না। যেমন, মাঠে ফুটবলারদের থুতু ফেলা। কারণ থুতু থেকে ভাইরাস ছড়ায়। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে মাঠে থুতু ফেলাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’ আরো জানিয়েছে, মাঠে থুতু ফেলার শাস্তি হিসেবে ফুটবলারদের হলুদ কার্ড দেখতে হতে পারে। এমনকি নিষিদ্ধও করা হতে পারে। এ রকম একটি ভাবনা ফিফার মেডিক্যাল কমিটির কর্মকর্তাদের মাথায় এসেছে বলে জানানো হয়েছে ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে। এতে আরো বলা হয়েছে, স্বাস্থসম্মতভাবে ফুটবল চালানোর কথা ভাবা হচ্ছে। মাঠে থুতু ফেলা নিষিদ্ধ ঘোষণা হতে পারে। এ ব্যাপারে সম্প্রতি ফিফার মেডিক্যাল কমিটির চেয়ারম্যান মাইকেল ডি হোগে বলেছেন, ফুটবলে থুতু ফেলা খুব স্বাভাবিক ঘটনা এবং এটা খুব অস্বাস্থ্যকর। ফলে আমরা যখন ফের ফুটবল শুরু করব, এটা (থুতু ফেলা) যে করেই হোক বন্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সম্ভব?