ঢাকায় বাড়ছে সংক্রমণ, তবু নিয়ম মানছে না মানুষ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৬:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ঢাকায় একের পর এক এলাকা সংক্রমিত হলেও, নিয়ম মানার প্রবণতা নেই কোথাও। ধানমণ্ডি এলাকায় এ পর্যন্ত ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হলেও মোড়ে মোড়ে যানবাহন আর মানুষের জটলা চোখে পড়েছে। বাজারে রয়েছে ভিড়ও। অঘোষিত লকডাউনে থাকা ঢাকার ধানমণ্ডি এলাকায় রাস্তার মোড়ে যাত্রীর আশায় বসে আছেন রাইড শেয়ারিং অ্যাপের চালক। সেই গ্লাভস বা মাস্ক ব্যবহারের বালাই। নাগরিকরা বলেন, আমাদের করোনা নাই। গার্মেন্টস খুলছে। এ কারণে যেতে হচ্ছে। পেটে তো মানে না তাই বের হতে হচ্ছে। শঙ্করের একটি এলাকাকে রেড জোন ঘোষিত হয়েছে এক মাস আগে। যদিও পাশের দুটি সড়ক দিয়ে অবাধে ঢোকা-বের হওয়া চলছে। বাজারগুলোতেও চোখে পড়েছে ভিড়। ব্যবসায়ীরা বলেন, করোনা থাকলে কি হবে। পেটে তো খেতে হবে। বসে থাকলে খাবার তো জুটবে না। যদিও এই বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো তৎপরতা কখনো দেখা যায়নি দাবি দোকানিদের। এলাকাবাসীই বলছেন এমন চললে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। তারা বলেন, কেউ মানে কেউ মানে না। বলে মরলে এমনি মরবো। তোমার কথা মানবো কেন। শনিবার দুপুর পর্যন্ত শুধু রাজধানীতেই আক্রান্ত এলাকার সংখ্যা ছিলো ১৭০ টি। আক্রান্ত মানুষ প্রায় চার হাজার।