মক্কা-মদিনা এখনও সবার জন্য উন্মুক্ত নয়
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৬:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন
দিনের শেষে ডেস্ক : মহামারি করোনার কারণে বিশ্বব্যাপী বড় জমায়েত বন্ধ রয়েছে। ফলে দুই পবিত্র নগরী মক্কা ও মদিনার নামাজের জামাআত, কাবা শরিফ তাওয়াফ এবং মদিনার নামাজ ও জেয়ারতে জন সাধারণের জামায়েতও স্থগিত রয়েছে। তাই মক্কা-মদিনা এখনো সবার জন্য উন্মুক্ত নয়। এরই মধ্যে ‘শিগগিরই সবার জন্য উন্মুক্ত হচ্ছে মক্কা-মদিনা!’ সংবাদটি ভাইরাল হয়ে যায়। কিন্তু না, মক্কা-মদিনা এখনো সবার জন্য উন্মুক্ত নয়। করোনা মুক্ত হওয়ার আগ পর্যন্ত তা উন্মুক্ত হবে না বলেও জানায় হারামাইন কর্তৃপক্ষ। হারামাইনডটইনফো এক বিবৃতিতে জানায়, গত ২৯ এপ্রিল তাদের প্রচারিত সংবাদটি সঠিক নয় মর্মে তারা একটি ব্যাখ্যা দেয়। আর তাতে উল্লেখ করা হয়- ‘জন সাধারণের জন্য মক্কা মদিনা খুলে দেয়া’র প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সাধারণ মানুষের জন্য সব ধরনের প্রার্থনা স্থগিতাদেশ এখনও কার্যকর রয়েছে। মক্কা-মদিনা জন সাধারণের জন্য খুলে দেয়া হলে হারামাইনডটইনফো সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। মহান আল্লাহ মহামারি করোনা থেকে মুক্তি দিতে পারেন।‘