বাজারের ব্যাগে দুই নবজাতের মৃতদেহ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৪:২৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর প্রগতি সরণির কোকাকোলা মোড়ের পাশে ফুটপাতে বাজারের ব্যাগের ভেতর থেকে যমজ দুই মেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বারিধারার কোকাকোলা মোড়ের ঠিক ১০০ গজ দক্ষিণে ফুটপাতের এই দেয়ালের পাশেই দুই নবজাতকের মৃতদেহ ফেলে রাখা হয়। এরপর পথচারীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। একটি বাজারের ব্যাগের ভিতর রক্তমাখা কাপড়ে মোড়ানো ছিল মৃতদেহ দুটি। তবে কে বা কারা ফেলে রেখে গেছে তা দেখেননি কেউই। পৃথিবীতে জন্ম নেয়াই কি দুর্ভাগ্য, নাকি দুর্ভাগ্য নিয়েই পৃথিবীতে এসেছিল ফুটফুটে শিশু দুটি? পুলিশ বলছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে লাশ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গুলশান থাকানর উপ-পরিদর্শক মো. মেলাল হোসেন জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। এক সপ্তাহ আগে মিরপুরে ৩শ’ টাকার বিনিময়ে দুই নবজাতকে পলিথিনে মুড়ে হত্যা করা হয়।