চলতি মাসের প্রথম সপ্তাহেই আক্রান্ত ৪৭৫৮ জন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৫:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসে দেশে মে মাসের প্রথম সপ্তাহেই আক্রান্তের পরিমাণ ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। এই এক সপ্তাহে ৪৭৫৮ জন আক্রান্ত হয়েছেন। প্রথম সংক্রমণ শনাক্তের পর ২ মাস পেরিয়ে গেলেও এই এক সপ্তাহেই শনাক্তের সংখ্যা মোট আক্রান্তের ৩৮ শতাংশেরও বেশি। আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়লেও এই সপ্তাহে এসে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এই সপ্তাহে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শেষ ২ সপ্তাহের তুলনায় এ সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ৭ দিনে করোনায় আক্রান্ত হয়েছে যথাক্রমে ৫৭১, ৫৫২, ৬৬৫, ৬৮৮, ৭৮৬, ৭৯০ ও ৭০৬ জনের শরীরে। লক্ষ্যণীয় বিষয়, এই ৭ দিনের মধ্যে পাঁচ দিনই সংক্রমণ শনাক্ত হওয়ার পরিমাণ আগের দিনের চেয়ে বেশি। অর্থাৎ দিন যত যাচ্ছে, সংক্রমণের পরিমাণও ততই বাড়ছে। সব মিলিয়ে ১ সপ্তাহে মোট সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৭৫৮ জনের শরীরে। দেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে কোনো সপ্তাহেই এত বেশি সংক্রমণ শনাক্ত হয়নি। এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে মূলত করোনা আক্রান্তের গতি পেয়েছে। সেই তৃতীয় সপ্তাহে (১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল) সংক্রমণ শনাক্ত হয়েছিল ২৩৭০টি। চতুর্থ সপ্তাহে (২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল) তা বেড়ে দাঁড়ায় ৩০৮০টিতে। তবে এপ্রিলের শেষ সাত দিন (২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল) বিবেচনায় নিলে সংক্রমণের পরিমাণ ছিল আরও বেশি। এই ৭ দিনে ৩৪৮১ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়।