সবাই ঘরে থাকলে অবশ্যই পরিস্থিতির উন্নতি হবে : জামাল ভূঁইয়া
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৮:২২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, দেশের সবাই যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই পরিস্থিতির উন্নতি হবে। আমার বিশ্বাস খুব শীঘ্রই করোনাভাইরাসের এই সংক্রমণ মোকাবেলা করতে পারব। ফেসবুকে লাইভে আড্ডায় মেতেছিলেন সাফের সাত দেশের ফুটবলাররা। সেই আড্ডায় ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ডেনমার্কে বাবা মায়ের কাছে অবস্থান করা জামাল ভূঁইয়া বলেন, বর্তমানে আমরা খুবই কঠিন সময় পার করছি। আমরা ফুটবল খেলতে পারছি না। আমার পরিবার এখন ডেনমার্কে আছে। আমি সেখানেই আছি। বাংলাদেশের চেয়ে এখানকার পরিস্থিতি ভিন্ন। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একেবারেই আলাদা। তারা বেশি নিয়ম কানুন মানতে চায় না। আমি শুক্রবারের জুম্মার নামাজে মসজিদে অনেক লোকের সমাগম দেখেছি। এটা মোটেও দেশের জন্য ভালো হচ্ছে না। করোনাভাইরাস নিয়ে তারা একদমই ভাবছে না। আশা করি সামনের মাস থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে। করোনাভাইরাস নিয়ে পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট বলেন, খুবই ভয়াবহ অবস্থা। খুব দ্রুত এই অবস্থা থেকে বেরিয়ে আসবো আশা করি। ডেনমার্কে আমি প্রতিদিন ফিটনেস নিয়ে কাজ করছি। এটি না করলে, মাঠে ফিরলে সমস্যায় পড়তে হবে।