গভীর রাতে রাজধানীর ইসলামবাগে আগুন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২০ , ৫:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : রাজধানীর ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিমেন। তিনি বলেন, ‘ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি বড় ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ৪০ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’