আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব প্রাণঘাতী করোনার কারণে হাজার হাজার আসামি ছেড়ে দিচ্ছে ভারত

প্রাণঘাতী করোনার কারণে হাজার হাজার আসামি ছেড়ে দিচ্ছে ভারত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২০ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভারতের একটি রাজ্য অর্ধেকের বেশি আসামি ছেড়ে দিচ্ছে। দেশটির মহারাষ্ট্রে ৩৫ হাজারের মধ্যে ১৭ হাজার বন্দী আসামিকে ছেড়ে দেয়া হচ্ছে বলে খবরে বলা হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী বলেন, মুম্বাইয়ের একটি জেলখানায় প্রায় ১৮০ জনের মধ্যে কোভিড-১৯ ধরা পড়েছে। সেইসঙ্গে তিনি জানান, সাময়িক জামিনে আসামিদের ছেড়ে দেয়া হচ্ছে, কিন্তু যারা ‘গুরুতর অপরাধী’ তাদের জেলেই থাকতে হবে। দেশটির রাজ্য কর্তৃপক্ষ বলছে জেলখানার মতো জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলাটা আসলে কঠিন। অতএব এমন পরিস্থিতে সংখ্যায় কমানো ছাড়া উপায় নেই। ইতোমধ্যে ভারতজুড়ে ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই ২৪ হাজার। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ২৯৩ জন। বিবিসি।