আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আবারও সেই প্রভা, অতঃপর ভাইরাল

আবারও সেই প্রভা, অতঃপর ভাইরাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৩, ২০২০ , ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে তার আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। প্রভা অভিনিত জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে, মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ইত্যাদি। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন এই অভিনেত্রী। তার ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাসায় …..’। মূলত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষেই এ স্ট্যাটাস দেন তিনি। তাতে অনেকে না বুঝেও উল্টাপাল্টা কমেন্ট করছেন! তবে স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনেকের বাহবাও মিলছে। প্রভা অভিনিত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে, ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খুনসুটি ইত্যাদি। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি তিনি।