মালয়েশিয়ার হরি রায়া উৎসবে জনসমাগমের অনুমতি
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : হরি রায়া উৎসবের জন্য স্বল্প মাত্রায় জনসমাগমের অনুমতি দিয়েছে মালয়েশিয়া সরকার। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির একদল চিকিৎসা বিশেষজ্ঞ। একাডেমি অব মেডিসিন অব মালয়েশিয়া বা এএমএম জানিয়েছে, যদিও সরকার বলছে বিশেষ শর্ত মেনেই এই উৎসবে যোগ দিতে হবে কিন্তু এমন সিদ্ধান্ত সত্যিই হতাশাজনক। এই এক ভুল সিদ্ধান্তের কারণেই কোভিড নাইন্টিনের বিরুদ্ধে নেয়া সকল পদক্ষেপ ব্যার্থ হয়ে যেতে পারে। সংগঠনটি আরও জানিয়েছে, এটি এখন প্রমাণিত যে পুরো একটি গোষ্ঠীকে মহামারীতে আক্রান্ত করার জন্য একজন অসুস্থ রোগীর উপস্থিতি যথেষ্ট। এর আগে গত বুধবার মালয়েশিয়ার একজন সিনিয়র মন্ত্রী বলেন, আসন্ন উৎসব উপলক্ষে মানুষজনকে লকডাউন এর মধ্যেই তাতে অংশ নেয়ার অনুমতি দেয়া হবে। তবে ইসমাইল সাবরি ইয়াকুব নামের ওই মন্ত্রী আরো উল্লেখ করেন, এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সবাইকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে একই সঙ্গে ২০ জনের বেশি মানুষ জড়ো হতে পারবে না সেখানে।