আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মৃত্যুর পর আনিসুজ্জামানের দেহে করোনা শনাক্ত

মৃত্যুর পর আনিসুজ্জামানের দেহে করোনা শনাক্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৪:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : মৃত্যুর পর জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে ৷ এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৪টা ৫৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাতে এ তথ্য নিশ্চিত করেন তার ছেলে আনন্দ জামান৷ তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পর আবারও নমুনা নেওয়া হয়। রাতে আব্বার করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে৷ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে৷ তিনি জানান, আজিমপুর কবরস্থানে বাবার কবরে আনিসুজ্জামানকে দাফন করার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হয়েছিলো৷ আনিসুজ্জামানের বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।