আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ চিকিৎসক করোনায় আক্রান্ত, ভেদরগঞ্জ হাসপাতাল লকডাউন

চিকিৎসক করোনায় আক্রান্ত, ভেদরগঞ্জ হাসপাতাল লকডাউন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২০ , ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


শরীয়তপুর (ভেদরগঞ্জ) প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালের এক চিকিৎসকের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরে ওই হাসপাতাল লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ফলে হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সব বিভাগের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের ফলাফল আসার পর বিকালে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে হাসপাতালের সব চিকিৎসক ও নার্সদের। এছাড়া একই দিন উপজেলার মহিষার ইউনিয়নে একই পরিবারের আরও ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ভেদরগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন হল। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেঘনাধ সাহা বলেন, ওই চিকিৎসক দায়িত্বপালনকালে অনেক স্টাফের সংস্পর্শে এসেছিলেন। তাই উপজেলার সব চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। জরুরি বিভাগের কার্যক্রম সীমিতভাবে চালু থাকবে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ দিনের শেষে প্রতিনিধকিকে জানান, একজন চিকিৎসকের দেহে করোনা শনাক্তের পর ভেদরগঞ্জ উপজেলা হাসপাতাল লকডাউন করা হয়েছে। আক্রান্ত অন্যান্যদের বাড়িও লকডাউন করা হয়েছে।