আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘ক্লাব ইলেভেন’র ঈদ নাটকে চার তারকা

‘ক্লাব ইলেভেন’র ঈদ নাটকে চার তারকা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৬, ২০২০ , ৫:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাকে ঘিরে এখন শোবিজ অঙ্গনের সব কাজই এখন স্থগিত। গেল দুই মাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের শুটিং। তবে আসছে ঈদে নতুন দুটি নাটক নিয়ে আসছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’। এর একটি কাজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘হঠাৎ দেখা’ এবং অন্যটি মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’। ‘হঠাৎ দেখা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, বাঁধন লিংকন, সারিকা সাবাহসহ আরও অনেকে। অপর নাটক ‘বিবাহ করিতে চাইনা’ তে দেখা যাবে তাহসান খান, সায়লা সাবিসহ আরও অনেককে । আমাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি, প্রেম-বিরহ, সুখ-দু:খের মিশেলে নির্মিত হয়েছে নাটক দুটি । মোশন রক এন্টারটেইনমেন্ট এর সার্বিক তত্বাবধায়নে নির্মিত এই নাটক দুটি এবারের ঈদুল ফিতরে ক্লাব ইলেভেন এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে । এ বিষয়ে ক্লাব ইলেভেনের কর্ণধার আকবর হায়দার মুন্না জানালেন , দেশ এখন করোনা ভাইরাসের মাহমারিতে আতংকিত। এর প্রভাব পরেছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনেও। লক ডাউনের কারণে হচ্ছে না নতুন কোন নাটকের শুটিং। আমরাও আমাদের ঈদ আয়োজন বড় পরিসরে করতে পারছি না । যে নাটক দুটি আমরা এবারের ঈদে প্রকাশ করছি তার শুটিং করোনা মহামারির অনেক আগেই করে রেখেছিলাম। আশা করছি ঈদের এই নাটক দুটি সবার ভালো লাগবে।