তাপসের অ্যাকশন শুরু: সিটির দুই কর্মকর্তা বহিষ্কার
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২০ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : দায়িত্ব নিয়েই অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দায়িত্বগ্রহণের পর অফিসের প্রথম দিন তাদের বরখাস্ত করেন তিনি। বরখাস্তকৃত ওই দুই কর্মকর্তা হলেন, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার। এর মধ্যে আসাদুজ্জামান ডিএসসিসির জলসবুজে ঢাকা প্রকল্পের পরিচালকের দায়িত্বে ছিলেন। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক বলেন, দুই জনকে বরখাস্ত করা হয়েছে। এর বেশি কিছু বলতে পারবো না।