আম্পান কেড়ে নিলো শিশুসহ দুই জনের প্রাণ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২০ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : সুপার সাইক্লোন আম্পান-এর প্রভাবে সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙে পরে ৫ বছরের শিশু রাশেদ মারা গেছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. মনিরুল ইসলাম। এদিকে কলাপাড়ায় জন সচেতনে প্রচার কাজ চালাতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোজঁ সিপিপি’র দলনেতা শাহআলম এর লাশ ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে আম্পানে পটুয়াখালীতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কলাপাড়া, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার অন্তত ১৭টি গ্রাম। চরাঞ্চলসহ দুর্গম অঞ্চলের বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। আম্পানের ক্ষয়-ক্ষতি মনিটরিং করার জন্য জেলা ও উপজেলায় ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলায় মোট ৭৫২টি আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে ৩২৫টি ম্যডিকেল টিম করছে। পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা সতর্কাবস্থানে রয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বন্দরের সকল কার্যক্রম। আম্ফান মোকাবেলায় কাজ করছে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, কোস্টগার্ড, ফায়ার কর্মী, আনসার, স্বেচ্ছাসেবী সদস্যসহ সংশ্লিস্টরা। বেশ কিছু মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। উচ্চ জোয়ারে নদী-নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় অর্ধশত চরসহ নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।