অক্টোবরে আইপিএল : টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২০ , ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : যতদিন যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আকাশে জমছে কালো মেঘ! মনে হচ্ছে এ বছর ২০ ওভারের এই বিশ্ব যুদ্ধ হবে না! করোনাভাইরাসের কারণে পিছিয়ে যেতে পারে লড়াই। কিন্তু এ সুযোগে মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনার কারণে প্রস্তুতি পর্ব থমকে আছে। এ অবস্থায় টুর্নামেন্ট পিছিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সদস্য অংশুমান গায়কোয়াড় জানাচ্ছিলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর হবে কিনা তা নিয়ে আমার শঙ্কা আছে। অবশ্য আইপিএল নিয়েও আমরা এখনই কিছু ভাবছি না। কারণ বিশ্বকাপ যদি স্থগিত বা বাতিল করে দেওয়া হয়, তবেই অক্টোবর ও নভেম্বর ওই সময়টায় আইপিএল হতে পারে।’ প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে শঙ্কা কাটেনি। এ অবস্থায় খেলার মাঠে নেই ব্যস্ততা। সবাই গৃহবন্দী। যখন পরিস্থিতি ঠিক হবে তখন কি পাল্টে যাবে চেনা ক্রিকেট? গায়কোয়াড় বলছিলেন, ‘এটা নিশ্চিত ক্রিকেট আর আগের মতো থাকবে না। খেলার ধরনটাই বদলে যাবে। শুরুতে স্টেডিয়ামে কোনো দর্শক থাকবে না। ক্রিকেটাররা কিন্তু ফাঁকা মাঠে খেলতে কত স্বাচ্ছন্দ্য হবে কে জানে। ’ ভারতের সাবেক ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় আরও বলেন, ‘আমার মনে হচ্ছে ক্রিকেট শুরু হতে হয়তো আরও দু-চার মাস সময় লাগবে। ক্রিকেটারদের বুঝতে হবে থিওরি নয় যে মুখস্থ করে লিখে ফেললাম। খেলা গড়ালে বুঝতে হবে লড়াইটা কঠিন। মানসিকভাবে শক্তিশালী হতে হবে।’ আসছে ২৮ মে আইসিসি’র বোর্ড মিটিং। সেখানেই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আসবে।