যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টকে সেবাকারী বাটলার মারা গেছেন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২০ , ৮:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: যুক্তরাষ্ট্র
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টকে সেবা দানকারী হোয়াইট হাউজের সাবেক বাটলার উউলসন রুজভেল্ট জারমান ৯১ বছর বয়সে করোনা ভাইরাসে মারা গেছেন। দীর্ঘ ৫ দশক ধরে তার ক্যারিয়ার বিস্তৃত। ১৯৫৭ সালে শুরু হয় এই ক্যারিয়ার প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের প্রশাসনের অধীনে। তিনি ওই সময় হোয়াইট হাউজের একজন ক্লিনার হিসেবে কাজ করতেন। তখনই তাকে আবিষ্কার করেন জ্যাকি কেনেডি। এরপরই তৎকালীন ফার্স্টলেডি তাকে একজন বাটলার হিসেবে কাজে নিয়োগ করেন। সর্বশেষ তিনি হোয়াইট হাউজে সেবা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে।