পিরোজপুরে করোনা ‘প্রতিষেধক’ বিক্রির দায়ে চিকিৎসকের জরিমানা
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২০ , ৪:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসে মানুষ যখন আতঙ্কগ্রস্ত ঠিক সেই সময় পিরোজপুরে এক হোমিও চিকিৎসক তার দোকানে সাইনবোর্ড টাঙ্গিয়ে করোনা প্রতিষেধক ওষুধ বিক্রি করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে আসে। বুধবার সকালে শহরের মাছিমপুর এলাকার মণ্ডলপাড়ায় রসরাজ হোমিও হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হোমিও ডাক্তার শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল জানান, বাংলাদেশসহ বিশ্বের কোথাও এখন পর্যন্ত করোনাভাইরাস প্রতিষেধক ওষুধ আবিষ্কার হয়নি। তাই এমন মিথ্যা প্রচারণা দিয়ে এবং সাইনবোর্ড টাঙ্গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার কারণে ডা. শ্যামদুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মিথ্যা সাইনবোর্ড জব্দ এবং তাকে সতর্ক ও শর্তসাপেক্ষে মুচলেকা আদায় করা হয়।