আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সাবেক মন্ত্রী ফাইজুল হকের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক মন্ত্রী ফাইজুল হকের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২০ , ৬:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এ কে ফাইজুল হকের স্ত্রী মোসাম্মৎ মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেরে বাংলা এ কে ফজলুল হকের পুত্রবধূ মরিয়ম বেগম বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ফাইয়াজুল হক রাজুর মা। শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ফাইয়াজুল হক রাজু। তিনি গণমাধ্যমকে বলেন, দুপুর আড়াইটার দিকে বনানীর বাসায় আমার মা মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর, হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। বাদ এশা গুলশানের আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মরিয়ম বেগমকে দাফন করা হয়।