আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ কুমিল্লায় কিট সংকটে পরীক্ষা বন্ধ : স্থগিত নমুনা সংগ্রহ

কুমিল্লায় কিট সংকটে পরীক্ষা বন্ধ : স্থগিত নমুনা সংগ্রহ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০২০ , ৫:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কিট সংকটে গত দুদিন ধরে করোনা পরীক্ষা করা যাচ্ছে না। কিটের অভাবে বন্ধ রয়েছে ল্যাবটি। ফলে নমুনা সংগ্রহও স্থগিত রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফলাফলের অপেক্ষায় রয়েছে আগে নমুনা দিয়ে রাখা সহস্রাধিক মানুষ। কিট সংকটে ল্যাব বন্ধ থাকার বিষয় নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ। কুমিল্লা মেডিকেল কলেজ সূত্র জানায়,  ২৯ এপ্রিল থেকে মেডিকেলে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথমে এক শিফট চালু হলেও পরবর্তীতে দুই শিফটে পরীক্ষার কাজ করা হয়। কখনও কাজের চাপ বেড়ে গেলে তিন শিফটেও নমুনা পরীক্ষা করা হয়। প্রতি শিফটে ৯৪টি পরীক্ষা করা সম্ভব হয়। করোনা পরীক্ষা চালুর পর এ পর্যন্ত ৬ হাজার ৯০০ কিট সরকার থেকে মেডিকেল কর্তৃপক্ষকে দেওয়া হয়। একটি সূত্র জানায়, মেডিকেল কলেজের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা শুরুতে কাজ শিখতে গিয়েই প্রায় ৮শ’ কিট নষ্ট করে ফেলেন। এদিকে  শুক্রবার অর্ধবেলা আর শনিবার পুরো দিন ল্যাবে করোনার পরীক্ষা বন্ধ ছিল কিট সংকটের কারণে। এতে জমে গেছে এক হাজারের বেশী নমুনা। এতে অনিশ্চয়তায় কাটাচ্ছেন ফলাফল প্রার্থীরা। কুমিল্লা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও মনোহরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কিট সংকটে কুমিল্লা মেডিকেলে পরীক্ষা বন্ধ থাকায় আমরাও আপাতত নমুনা সংগ্রহ বন্ধ রেখেছি। খুব জরুরি না হলে এখন আমরা নমুনা নিচ্ছি না। পরীক্ষা শুরু হলে আবারও নমুনা নেওয়া শুরু করবো। এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান, শনিবার বিকেলে ডিজি অফিস থেকে বলেছে, বাহির থেকে এয়ারপোর্টে কিট চলে এসেছে। আশাকরি কিট কুমিল্লা এসে পৌঁছলে আবারও নমুনার কাজ শুরু করতে পারবো। নমুনা পরীক্ষার কাজ শিখতে গিয়ে প্রায় ৮শ কিট নষ্ট হওয়ার ফলে এই সংকট। যার প্রতিটি কিটের মূল্য ৪ হাজার টাকা। যদিও কিট নষ্ট হওয়ার বিষয়টি ডা. মোস্তফা কামাল আজাদ স্বাভাবিক ঘটনা মনে করেন।