আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত ১৭

বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত ১৭


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০২০ , ৪:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ২ হাজার ৭৮৮ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ১৭ জন।

আইএসপিআর(Inter Service Public Relation Directorate)’য়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।

বিবিসি বলছে, কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংখ্যা ২,০৫৭ জন, তাদের পরিবারবর্গ ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২ হাজার ৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩১০ জন বিভিন্ন হাসপাতালসহ সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪৬১ জন ।

করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত সেনাবাহিনীর ১৭ জন সদস্য মারা গেছেন। এদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ। বাকি তিনজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

সূত্র: বিবিসি বাংলা