আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সীতাকুণ্ডে ৪ দিনে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

সীতাকুণ্ডে ৪ দিনে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০২০ , ৫:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম ( সীতাকুণ্ড) প্রতিনিধি : সীতাকুণ্ডে চারদিনে করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। জানা যায়, কুমিরা ইউনিয়নের ছালে আহমদ (৫৫) গায়ে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ হোসেন চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। এদিকে ১নং সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জালাল আহমদ (৮০) জ্বর ও শ্বাসকষ্টে থাকাবস্হায় চমেক হাসপাতালে নেয়ার পর একই দিন দুপুর দেড়টায় মারা যান। এ নিয়ে গত তিন দিনে সাত জনের মৃত্যু হয়। এছাড়া গত সোমবার পৌরসদরে নামার বাজারে মার্কেটের মালিক নুরুল গনিসহ মোট ৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। এ ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ নুরু উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাকিদের সকলের নমুনা পাঠানো হয়। আর গত রবিবার দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এর আগে ৫ জনের নমুনার মধ্যে শনিবার মারা যাওয়া এস আই ইকরামুলের করোনা পজিটিভ আসে। বাকিদের ২/৩ দিনের মধ্যে আসবে।