করোনায় বিএনপির ৫৬ নেতাকর্মীর মৃত্যু : মির্জা ফখরুল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২০ , ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ জুন) সকালে দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দলের ১২১ জন নেতাকর্মী। তাদের মধ্যে ৫৬ জন মারা গেছেন। এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতারা। তাদের কেউ লাশ দাফন করতে গিয়ে, কেউবা ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নেতাদের বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। দু-একজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন।