আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাংসদ মোকাব্বির খান

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাংসদ মোকাব্বির খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৪:০৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : জ্বর, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন গণফোরামের সাংসদ মোকাব্বির খান। সোমবার তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ কায়েস মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংসদ মোকাব্বির খানকে বিকাল ৩টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর ইউএনবির
তিনি আরও জানান, গত চার-পাঁচ দিন ধরে মোকব্বির জ্বর, কাশি এবং অন্যান্য সমস্যায় ভুগছছিলেন। সকালে শ্বাসকষ্টের কারণে তার অবস্থা খারাপ হতে শুরু করে। এখনও সাংসদ মোকাব্বিরের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়নি ব্যক্তিগত সচিব কায়েস বলেন, তবে পরীক্ষার জন্য সিএমএইচে এ সাংসদের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের মনোনয়ন নিয়ে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকব্বির খান। ২০১৯ সালের এপ্রিল মাসে সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। গণফোরাম সৃষ্টির ২৬ বছরের ইতিহাসে, মোকব্বিরই একমাত্র নেতা যিনি দলের মনোনয়ন এবং প্রতীক নিয়ে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপি ও গণফোরামসহ আরও কয়েকটি দল ডিসেম্বর-৩০ এর নির্বাচনে অংশ নিয়েছিল। এ নির্বাচনে বিএনপি ছয়টি আসনে এবং গণফোরাম দুটি আসনে জয়ী হয়েছিল।