ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ২:৫৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার ফুসফুসের সংক্রমণ বাড়ছে। তাকে নতুন করে এন্টিবায়োটিক দিতে হচ্ছে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু মঙ্গলবার সন্ধ্যায় জাফরুল্লাহর চিকিৎসক গণস্বাস্থ্য হাসপাতালের অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ডা. জাফরুল্লাহর নিয়মিত কিডনি ডাইলোসিস করছেন। অক্সিজেন প্রয়োজন হয় না। তবে গলার ব্যাথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে। তাই ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকরা কথা বলতে নিষেধ করেছেন।
জাফরুল্লাহর শরীরে করোনা ভাইরাস ইনফেকশন নেই। তবে ব্যাকটেরিয়া ইনফেকশন অনেক বেশি। তাকে আরো বেশ কিছুদিন দিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তবে তিনি মানসিকভাবে সবল আছেন বলে জানানো হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।