করোনা উপসর্গে আরও এক চিকিৎসকের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৭, ২০২০ , ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস উপসর্গ নিয়ে চট্টগ্রামে নুরুল হক নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ’তে তিনি মৃত্যুবরণ করেন।
ডা. নুরুল হক ওই হাসপাতালেই সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করতেন।
হাসপাতালটির মহাব্যবস্থাপক ডা. মো. সেলিম গণমাধ্যমকে বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ১৪ জুন থেকে হাসপাতালে ভর্তি হন তিনি। মঙ্গলবার সকাল থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। কমতে থাকে অক্সিজেন স্যাচুরেশ। তারপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার করোনা টেস্ট করানো হয়েছে। এখনও রিপোর্ট আসেনি।
প্রসঙ্গত, চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ৩ চিকিৎসক এবং উপসর্গ নিয়ে আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৪ জুন শ্বাস কষ্ট নিয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ডা. সাদেকুর রহমান নামে এ চিকিৎসকের মৃত্যু হয়।