আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিপি নুরসহ ৪০ জনকে হত্যার হুমকি

ভিপি নুরসহ ৪০ জনকে হত্যার হুমকি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৫:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সংগঠনের ৪০ জনকে মুঠোফোনে ম্যাসেজ পাঠিয়ে  হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকির ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুরুল হক নুর৷ জিডিতে নুর উল্লেখ করেন, ‘একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সোমবার (১৫ জুন) মধ্যরাতে তিনটি ম্যাসেজ দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে। একই মোবাইল নম্বর থেকে  ভিপি নুরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও ৪০ জন নেতার মোবাইলে একই ম্যাসেজ এসেছে।’  আগেও ১১ বার নুর বিভিন্ন হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার রাতে নুরের ফেসবুক আইডিতে একটি পোস্ট করে নুর এই ঘটনাটির বিস্তারিত জানিয়েছেন। নুরের দায়ের করা জিডির তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রচই হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এসআই বলেন, ‘ভিপি নুরসহ ৪০ জনকে মোবাইলে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে একটি জিডি দায়ের করেছেন নুর। জিডির তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’