যুক্তরাজ্যে ছুরি হামলায় নিহত ৩
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২০ , ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : যুক্তরাজ্যে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এক পার্কে রোববার ছুরি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ইংল্যান্ডের রিডিং শহরের ফোর্বারি গার্ডেনে এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
এই হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিটি লিবিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন সে বিষয়টিও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই বলে ধারণা পুলিশের। এ সম্পর্কে রোববার সকালে ইংল্যান্ডের ডিটেকটিভ পুলিশের প্রধান পরিদর্শক ইয়ান হান্টার জানান, এটি সন্ত্রাসবাদের ঘটনা হিসাবে বিবেচিত হচ্ছে না। তবে লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।
জানা যায়, হামলার সময় ওই পার্কটিতে প্রচুর লোকজন ছিল। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেf তাকেই ছুরিকাঘাত করছিল।
এদিকে এই হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।