আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু

করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২০ , ৬:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম-পরিচালক (জেডি) মারা গেছেন। তার নাম শেখ ফরিদ উদ্দিন সোয়াদ। আজ সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফরিদ উদ্দিন সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন। ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে। প্রসঙ্গত, ২০১০ সালে সহকারি পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।।