অভিযোগ দু’পক্ষের : ওসি মামলা নিলেন একপক্ষের!
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২০ , ৬:০১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : নির্যাতিত দুই পরিবারের পক্ষে মামলা না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফল থানার ওসির বিরুদ্ধে। শালিস ব্যবস্থায় স্থানীয়ভাবে সমাধানের কথা বললেও প্রতিপক্ষের মামলা নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা গেছে, গত ২ জুন জমি সংক্রান্ত বিরোধে উপজেলার রাজনগর গ্রামের তোফায়েল মোল্লার সঙ্গে বুলবুল চৌধুরির মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৫ জন আহত হন। এরমধ্যে সেতারা বেগম ও রাইসুলসহ অপর পক্ষের শিউলি বেগম ও তুহিন নামে চার জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডান হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্যশিউলি বেগমকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়। ওই ঘটনার সময় কর্মস্থল পাশের রাঙাবালী উপজেলা ভূমি অফিসে উপস্থিত থাকলেও ওই অফিসের অফিস সহায়ক মশিউর নামে একজনকেসহ ৬ জনের বিরুদ্ধে থানায় বুলবুল চৌধুরির স্ত্রী জিনাতের মামলা রুজ্জু করেন ওসি। তোফায়েল মোল্লার অভিযোগ, স্ত্রী শিউলি বেগমের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিৎসাধীন অবস্থায় এক আত্মীয়ের মাধ্যমে অভিযোগ পাঠালেও ওসি মামলা নেয়নি থানায়। কয়েক দিন ঘোরাঘুরির পরে ওসি জানান উপরের নির্দেশ রয়েছে মামলা নেওয়া যাবে না। উপজেলার কাছিপাড়া এলাকার বাসিন্দা জেলা সদর পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের উচ্চমান সহকারি মামুন হাওলাদার নামে একজন অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে গত ২১ জুন রোববার স্থানীয় রিয়াজ উদ্দিন খান নামে একজনের অভিযোগে তাকেসহ কারাখানা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন ও তার
ছেলে ব্যাংক কর্মকর্তা মিরাজ মোরশেদ জিসান ও গ্রামের আরো কয়েজনের নামে মামলা রুজ্জু করা হয় থানায়। অথচ জনৈক রিয়াজ উদ্দিন খানসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় গেলে তা আমলে নেয় নি ওসি। এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘দুটি ঘটনাই পূর্ব-বিরোধের জেরে ঘটেছে। স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা বলা হয়েছে উভয় পক্ষকে।’ তবে এক পক্ষের মামলা নেওয়ার পরে স্থানীয়ভাবে সালিশ-মিমাংসা বিরোধ মিটবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একই ঘটনায় দুই পক্ষের মামলা নেওয়া যায় না।’