আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পল এলড্রিন এবার ভিন্নরুপে

পল এলড্রিন এবার ভিন্নরুপে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২০ , ৪:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   পল এলড্রিন অসি গান প্রিয় মানুষ। নিজের প্রতিষ্ঠান ‘প্রাপ্তি আর্ট সাইন’ এর ব্যানারে গান রিলিজ করে আসছেন। বিভিন্ন শিল্পীদের দিয়ে কখনো গান করাচ্ছেন; আবার তিনি নিজেও কখনো গান করছেন। এভাবেই চলছে তার সংগীত জীবন। গানের পাশাপাশি পল এলড্রিন অসি দীর্ঘদিন ধরে নানাবিধ উন্নয়নমুলক কর্মকান্ডের সাথেও নিভিরভাবে সম্পৃক্ত। দেশের নানা প্রান্তে ছুটে যান অসহায় ও দুস্থ্য মানুষগুলোর পাশে। কষ্টে থাকা কিছু কিছু অসহায় মানুষগুলোর একমাত্র ভরসা পল এলড্রিন অসি। নিজের উপার্জিত অর্থের সিংহভাগ খরচ করেন সমাজের অবহেলিত, রোগাক্রান্ত, পুড়ে যাওয়া দুস্থ অসহায় রোগীদের উন্নত চিকিৎসা খাতে। এবার পল এলড্রিন অসি তার নির্মিত মিউজিক ভিডিওতে আত্নপ্রকাশ করতে যাচ্ছেন কিছু ভিন্ন ভিন্ন চরিত্রে। ৪ টি নতুন গানের মডেল হলেন পল এলড্রিন অসি। প্রতিটি গানের স্ক্রিপ্ট রাইটার পল এলড্রিন নিজেই। পল এলড্রিনের পরিচালনায় ৪ টি নতুন গান ‘কবর’, ‘পোষা পাখি’,‘পূর্ব পশ্চিম’, ‘ভালবাসায় বড় জ্বালা’, এখন মুক্তির প্রহর গুনছে, আর পল এলড্রিনের সাথে মেয়ে মডেল হিসাবে থাকছেন ইশরাত ডলি, ও মায়া মিতু। ‘কবর’ গানটির গীতিকবি: এ এইস পলাশ, শিল্পী: ড: গাজী মিজানুর রহমান, সুর: আতিক মাহমুদ, সংগীত: বাসুদেব ঘোষ। ‘পোষা পাখি’ গানটির গীতিকবি: আবুল কালাম আজাদ, শিল্পী- জাকিয়া সুলতানা মিতু, সুর- আজাদ ও মিতু, সংগীত- আলামিন খান। ‘পূর্ব পশ্চিম’ গানটির গীতিকবি অতিথি আরজু, শিল্পী জুয়েল ও মিতু, সুর আতিক মাহমুদ, সংগীত আলামিন খান। ‘ভালবাসায় বড় জ্বালা’ গানটির কথা ও সুর প্লাবন কোরেশী, শিল্পী জাকিয়া সুলতানা মিতু, , সংগীত: রোহান রাজ। ৪ টি গানই প্রাপ্তি আর্ট সাইনের সার্বিক ব্যাবস্থাপনায় নির্মিত হচ্ছে।