প্রথম আলোর মালিক লতিফুর রহমান আর নেই
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১, ২০২০ , ৮:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে প্রতিবেদক : ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রথম আলোর মালিক লতিফুর রহমান মারা গেছেন। বুধবার (১ জুলাই) কুমিল্লার চৌদ্দগ্রামে চিউড়ার গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মরদেহ রাজধানীতে আনা হচ্ছে। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
লতিফুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি বেশি কিছুদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর কুমিল্লার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।
লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা। ব্যবসায়ে নৈতিকতা আর সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে তিনি ২০১২ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন।
লতিফুর রহমান নেসলে বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। তিনি লিন্ডে বাংলাদেশ ও ব্র্যাকের গভর্নিং বোর্ডের পরিচালকও। এছাড়া লতিফুর রহমান আইসিসি বাংলাদেশের সহসভাপতি।
মূলত, ট্রান্সকম গ্র্রুপের শুরু হয়েছিল চা চাষের মাধ্যমে। ট্রান্সকম বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় একটি করপোরেট প্রতিষ্ঠান, যার রয়েছে ১৬টি কোম্পানি। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে ট্রান্সকম গ্রুপ।
লতিফুর রহমান বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎসা হাট ও কিন্টাকী ফ্রায়েড চিকেন প্রচলনের জন্য সমধিক পরিচিত।