আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন আমাজন প্রাইমের সঙ্গে বড় চুক্তি করলেন প্রিয়াঙ্কা চোপড়া

আমাজন প্রাইমের সঙ্গে বড় চুক্তি করলেন প্রিয়াঙ্কা চোপড়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২০ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের গণ্ডি পেরিয়ে অনেক আগেই আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর এখন মার্কিন এলাকাতেই বসবাস তার। সামনে আরো একটি হলিউডের সিনেমায় দেখা যাবে তাকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন অনেকদিন।

এবার আমাজন প্রাইমের সঙ্গে বড় চুক্তি করলেন প্রিয়াঙ্কা চোপড়া। তার প্রোডাকশন হাউজ এই সংস্থার সঙ্গে দু-বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে। অভিনেত্রী নিজেই এ কথা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন।

প্রিয়াঙ্কা বলেন, ‘শিল্পী হিসেবে ভাষা ও ভৌগলিক অবস্থান আমার জন্য বাঁধা নয়। এর ঊর্ধ্বে গিয়ে ভালো কিছু তৈরির চেষ্টা করি। এর জন্য বিশ্বের সব জায়গার প্রতিভাবানদের সুযোগ দিতে চাই আমি। আমার প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার তাই আমাজনের সঙ্গে একটি চুক্তি সই করেছে।’

প্রিয়াঙ্কা আরো জানান, একজন গল্পকার হিসেবে তিনি ক্রমাগত নতুন ধারণা সন্ধান করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে মুক্ত মন ও দৃষ্টিভঙ্গি।