আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাষ্ট্রপতির ছোট ভাই করোনা আক্রান্ত

রাষ্ট্রপতির ছোট ভাই করোনা আক্রান্ত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২০ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব (এপিএস) অধ্যাপক আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রেসিডেন্টের বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার পর তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। পরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। তিনি গত চারদিন ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।