আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন করোনায় আক্রান্ত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল

করোনায় আক্রান্ত পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৫, ২০২০ , ১০:১২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :   করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো থাকায় বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। এ নির্মাতা নিজেই বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, শুরুতে আমার নিওমোনিয়া ধরা পড়ে। এরপর ৫ জুলাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। পরদিন জানতে পারি কোভিড-১৯ পজিটিভ। আমার ফুসফুসে একটা সার্জারি আছে। যার কারণে একটু চিন্তত ছিলেম। তবে একদিনের বেশি হাসাপাতালে থাকতে হয়নি।

তিনি আরও বলেন, এখন বাসায় আইসোলেশনে রয়েছি। শারীরিক ভাবে এখন সুস্থ হাওয়ার দিকে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবার কোভিড-১৯ টেস্ট করাবো। ইনশাআল্লাহ আশা করছি রিপোর্ট নেগেটিভ আসবে। সবার কাছে দোয়া চাইছি।

উজ্জ্বল আক্রান্ত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।

‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। গত ১৩ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে এটি মুক্তি দেননি তিনি।